মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
সৈয়দ ছায়েদ আহমদ :: বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ওরফে তাহের আমিন (৯০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত রাড়ে ৮ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডের নিজ বাসায় বাধ্যক্ষজনিক কারণে মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার বাদ জোহর শ্রীমঙ্গল জামে মসজিদের তাঁর যানাজা নামাজ অনুষ্ঠিত হয়। যানাজা নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ মহান দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সর্¤§ান জানানো হয়।
রাষ্ট্রীয় সর্ম্মান জানান, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন ও শ্রীমঙ্গল থানা ওসি ( অপারেশন) নয়ন কারকুনসহ চৌকস একদল পুলিশ সদস্য। পরে তাকে করেজ রোড কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের স্ত্রী, ৪ ছেলে,২ মেয়েসহ নাতি নাতনি ও অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ওরফে তাহের আমিন এর বাড়ী নোয়াখালী’র চাঁদপুর জেলায়। তিনি স্বাধীনাতার পর শ্রীমঙ্গলে স্থায়ী ভাবে বসবাস করছিলেন।