সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক :: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পেরুর প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গত শনিবার বিকেলে লিমার উত্তরে আনকাস অঞ্চলে একটি বাস উল্টে ৩৩০ ফুট নিচের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটি তায়াবাম্বা হাইওয়ে ধরে লা লিবারতাদের উত্তরাঞ্চল থেকে লিমার দিকে যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা রোববার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করেছে বলে প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে। আহতদের সিহুয়াস প্রদেশের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির দ্রুত গতি ও খারাপ রাস্তার কারণে পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতেও পেরুর উত্তরাঞ্চলীয় শহর তায়াবাম্বাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জনের প্রাণহানি ঘটেছে।