রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে খান ম্যানশনে অবস্থিত এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখায় নানা কর্মসুচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
এ উপলক্ষ্যে বিকেল সাড়ে ৫ টায় এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্হাপক মো. জিয়াউর রহমান আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া।
আরো উপস্হিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. আতাউর রহমান, মেসার্স নোয়াখালী স্টোরের স্বত্বাধিকারী ফেরদৌস আলম, মেসার্স রাশেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাশেদ তালুকদার, আজমীর ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী নাঈম সরফরাজ, মেসার্স দেবাংশু এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী দেবাংশু সেন, পীযুষ কান্তি পাল, ফয়সল আহমদ প্রমুখ। এছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ব্যাংকের গ্রাহক ওব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।