মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০১:৩২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও হিনা খানের পর, এবার ‘কান চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিতে ফ্রান্সে উড়ে গেলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। মুম্বাই বিমানবন্দরে স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্য়া বচ্চনের সঙ্গে পাপারাৎজি লেন্সবন্দি করেন ঐশ্বরিয়াকে। প্রতি বছরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটের শোভা বাড়াবেন এ ভারতীয় তারকা।
জানা গেছে, নিসের ভারতীয় প্যাভিলিয়নে থাকবেন ঐশ্বরিয়া। বরাবরের মতো মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে এ দিন বিমানবন্দরে লেন্সবন্দি হন অ্য়াশ। কালো ওভার কোট, হাই হিল, কালো লেগিংসে ধরা দেন। আরাধ্যার পরনে গোলাপি রঙের আউটফিট। নীল রঙের হুডি এবং ডেনিম জিনসে ধরা দেন অভিষেক বচ্চন। বিমানবন্দরে প্রবেশের আগে পাপারাৎজির উদ্দেশ্যে পোজ দিয়ে ছবিও তোলেন তারা।
করোনা মহামারির পর তিন বছরের মধ্যে এটিই প্রথম পূর্ণাঙ্গ উৎসবের সংস্করণ। কানে ভারতীয় বিনোদন জগতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি।