মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: প্রশাসনে দুজন সচিবকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার (১৮ মে) এ দুই কর্মকর্তাকে সিনিয়র সচিব করার পর আগের কর্মস্থলেই পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সচিব হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান।
হাসিবুল ইসলামকে সিনিয়র সচিব করার এই আদেশ আগামী ২২ মে এবং আমিনুল ইসলামের সিনিয়র সচিব করে জারি করা আদেশ আগামী ১৬ জুন থেকে কার্যকর হবে।