1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় ¯্রােতের ধাক্কায় বৃদ্ধ পানিতে : আড়াই ঘন্টা পর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৫৭ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পায়ে হেটে উপজেলা সদরে যাওয়া হল না ৭৫ বছর বয়সী বৃদ্ধ আছার উদ্দিনের। রোববার বিকেলে ধামাই নদীর পাড় দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ প্রবল ¯্রােতের ধাক্কায় তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। প্রায় আড়াই ঘন্টা পর দমকল বাহিনীর সহযোগিতায় স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করেন। নিহত আছার উদ্দিন উপজেলার টেকাহালী গ্রামের মৃত মুছব্বির আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার টেকাহালী গ্রামের হতদরিদ্র আছার উদ্দিনের পকেটে টাকা পয়সা না থাকায় রোববার বিকেলে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উপজেলা সদরের দিকে পায়ে হেটে রওয়ানা দেন। নদীর তীর দিয়ে হাটার সময় হঠাৎ প্রবল ¯্রােতের ধাক্কায় তিনি নদীর পানিতে পড়ে ডুবে যান। প্রায় আড়াই ঘন্টা পর রাত ৮টার দিকে স্বজন ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান ঘটনার সত্যত নিশ্চিত করে জানান, পরিবারের কারো কোন অভিযোগ কিংবা সন্দেহ না থাকায় প্রশাসনকে অবহিত করে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..