1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০২:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে বৈশ্বিক অর্থনীতি : আইএমএফ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৫৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বর্তমানে বৈশ্বিক অর্থনীতি সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছে করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এই আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিসটালিনা জর্জিভা এক বিবৃতিতে বলেন, সম্ভবত আমরা নানা দুর্যোগ ও বিপর্যয়ের এক মিলিত অবস্থানের মুখোমুখি হয়েছি। করোনা মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক হয়ে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এ কারণে বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার থমকে গেছে। মুদ্রাস্ফীতি বাড়ার কারণে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে।

এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের প্রাক্কালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় চলতি বছর নতুন করে বিশ্বের ২৬ কোটি ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। সংস্থাটি বলেছে, ২০২০ সাল থেকে বিশ্বে নতুন করে ৫৭৩ জন বিলিওনিয়ার হয়েছে।

তারা করোনা মহামারীর সময় বিলিওনেয়ার হওয়া লোকদের ওপর আরেও কর আরোপের আহ্বান জানিয়েছে। সূত্র : সিএনবিসি, ফিন্যান্সিয়াল টাইমস

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..