শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ৫ বল আগেই দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতি নিতে হয়েছিল। কারণ ছিল বৃষ্টি। বর্ষণের বেগ বৃদ্ধি পাওয়ায় লাঞ্চ ব্রেকের পরেও বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয় সেশনের খেলা শুরু করা যায়নি। বিরতির আগে প্রথম ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ছিল ৭০.১ ওভারে ৪ উইকেটে ২১০ রান। তারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ১৫৫ রানে।
এই বৃষ্টি থামলেই কেবল মাঠ পরিদর্শনে নামতে পারবেন আম্পায়াররা। তখনই বোঝা যাবে, ঠিক কতক্ষণ পর আবার শুরু হবে খেলা। তার আগপর্যন্ত সবার অপেক্ষা প্রকৃতির আনুকূল্যের।
তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় সফল ছিল বাংলাদেশ। তুলে নেয় ২টি উইকেট। নাইটওয়াচম্যান রাজিথাকে দিনের দ্বিতীয় বলে ফিরিয়েছেন এবাদত। তার পর লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারতেœকে সেঞ্চুরি বঞ্চিত করেন সাকিব। দুর্দান্ত ডেলিভারিতে তাকে ৮০ রানে বোল্ড করেছেন। তার পর বাকিটা সময় ইনিংস মেরামত করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনাঞ্জয়া ডি সিলভা। পঞ্চম উইকেটে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাথুজ ব্যাট করছেন ২৫ রানে, ধনাঞ্জয়া ৩০ রানে।