সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : গানের জগতে আগেই ভুবন মাতিয়েছিলেন। এবার যাত্রাপালার জগতেও প্রবেশ করলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। একটি ভিডিওবার্তায় যাত্রায় অভিনয়ের কথা জানিয়েছেন খোদ ‘বাদামকাকু’। অনুরাগীদের কাছে আর্জি জানিয়েছেন, তার অভিনীত যাত্রাপালা দেখতে যেন অবশ্যই আসেন তারা।
আনন্দবাজার অনলাইন জানায়, শ্রীদুর্গা অপেরার ‘খোকাবাবুর খেলাঘর’ নামেই একটি পালায় বিবেকের ভূমিকায় দেখা যাবে ভুবনকে। সম্পাদনা এবং নির্দেশনায় পাশাপাশি তাতে অভিনয় করবেন পল্লব মুখোপাধ্যায়। তবে পালার মূল আকর্ষণ অবশ্যই ভুবন বাদ্যকর! ইতিমধ্যেই সে যাত্রাপালার পোস্টার প্রকাশ্যে এসেছে। এবং প্রকাশ্যে আসামাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই অপেরা কর্তৃপক্ষ বলেন, “এই প্রথম ভুবনবাবু যাত্রাপালায় অভিনয় করবেন। চলতি বছরেই এই পালাটি দেখা যাবে।”
যাত্রাপালার জগতে ভুবন ঢুকে পড়ায় সাড়া পড়েছে এই দুনিয়ায়। তাদের মতে, গ্রামবাংলা থেকে যাত্রাপালার আকর্ষণ অনেকটাই ফিকে হতে বসেছে। তবে ভুবনের টানে আরও একবার যাত্রার জগতে জোয়ার আসবে।