বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: ভিত্তিক সংবাদ করার পরও ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি ও সম্পাদক শ্যামলদত্তসহ ৫ জন সাংবাদিকের উপর কুমিল্লা জজকোটে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার বিকলে ৫টায় শ্রীমঙ্গল সাগরদিঘি সড়কে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রেসক্লাবের সামনে ভোরের কাগজ শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্যের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য জনকন্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি চৌধুরী নিহারেন্দু হোম সজল, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি কবি রজত শুভ্র চক্রবর্তী, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রিয়ন, অবসর প্রাপ্ত সেনা সদস্য সবুজবাগ পূজা পরিষদের নেতা সুমন চন্দ্র দাশ, দৈনিক যায়যায়দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এস কে দাশ সুমন, ভোরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, দৈনিক খোলাচিঠি এর বার্তা সম্পাদক নান্টু রায়, দৈনিক নিউ নেশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহীম, এ ছাড়াও উপস্থিত ছিলেন রাসেল আহমদ ও বর্ণ চক্রবর্তী।
এ সময় বক্তারা বলেন, ভোরের কাগজ তথ্য নির্ভর বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করেছে। এর পরও মিথ্যা মামলা দায়ের দু:খজনক।