1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়লেখায় বিজিবি কর্তৃক মাদ্রাসা সভাপতি শারীরিক লাঞ্চিত : এলাকাবাসির মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৬৫ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখার সীমান্তবর্তী বোবারথল মাঝগান্ধাই হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নিয়াজ উর রহমানকে স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারের লাঠিপেটা ও অশ্রাব্য গালিগালাজের প্রতিবাদে শনিবার দুপুরে ক্ষুব্দ এলাকাবাসি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গত বুধবার সন্ধ্যার পর বিজিবি ক্যাম্প কমান্ডার রাস্তায় গাড়ি রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর প্রতিবাদ করায় বোবারথল বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মনির হোসেন স্থানীয় শিক্ষানুরাগি নিয়াজ উর রহমানকে লাঠিপেটা ও অশোভন আচরণ করেন। এতে এলাকাবাসি চরম ক্ষুব্দ হয়ে উঠেন।

এঘটনার বিজিবি সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নেয়ার দাবীতে বৃহত্তর বোবারথল এলাকার স্কুল-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষজন শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাজসেবক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক আবুল হোসেনের সঞ্চালনায় মাঝগান্ধাই বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিজিবি কর্মকর্তার হাতে শারীরিক লাঞ্চিতের শিকার মাদ্রাসা কমিটির সভাপতি নিয়াজ উর রহমান, সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহমান, আব্দুল করিম, আনাছুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল হাসান জুনাই প্রমুখ।

বিজিবি’র বোবারথল ক্যাম্প কমান্ডার সুবেদার মনির হোসেন লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে জানান, একজন সৈনিক স্থানীয় এক ব্যক্তিকে লাঠি দিয়ে একটিমাত্র আঘাত করেছিলেন। স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে বিষয়টি তিনি সমাধান করেছেন।

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..