1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গুয়াহাটিতে তৃতীয় নদী সম্মেলন শুরু

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৯৭ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক :: বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ৫১ নদীর সদ্ব্যবহার কীভাবে করা যায়, সেই উপায় খুঁজতে ভারতের গুয়াহাটিতে শুরু হয়েছে তৃতীয় নদী সম্মেলন। এ ছাড়া এই সম্মেলনের আলোচনায় প্রাধান্য পাবে হারানো নৌপথ উদ্ধার ও তা আবার চালু করার কর্মপরিকল্পনা।

আজ শনিবার (২৮ মে) সকালে বেসরকারি এই উদ্যোগে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করসহ দুই দেশের নীতিনির্ধারকরা।

পরে মোমেন ও জয়শঙ্কর উদ্বোধন করেন দুই দিনব্যাপী এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ ২০২২ শিরোনামের এই নদী সম্মেলনের।

সম্মেলনে ভারত-বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভুটান, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিনস ও ব্রুনেই সরকারি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে যোগাযোগ, সংস্কৃতি, বাণিজ্য, সংরক্ষণ এবং গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় সহযোগিতার ওপর জোর দিয়ে যৌথ মতামতকে উত্সাহিত করতে যৌথ নদী এবং এসব নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনা করছেন আগত অতিথিরা। এতে পূর্ববর্র্বতী নদী সম্মেলনগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয়ও পুনরায় ব্যক্ত করা হবে।

এর আগের সম্মেলনগুলো যথাক্রমে শিলং এবং ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়া লকডাউন চলার সময় বেশ কয়েকটি গবেষণা এবং আউটরিচ প্রকল্প এবং অনলাইন ইভেন্ট আয়োজিত হয়েছিল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..