রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :: শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাষ্ট মৌলভীবাজার এর উদ্যোগে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ এপ্রিল বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন ট্রাষ্টের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ আলাউর রহমান টিপু । এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, সহ-সভাপতি সুধাংশু শেখর হালদার, দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.কে অলক, চিনু রঞ্জন দাশ তালুকদার, শেখ মোঃ হাসান আলী, জাহেদুল ইসলাম পাপ্পু, জোবায়ের আহমদ, শাহ ফজলুর রহমান, মোঃ সাইফুল ইসলাম ও রাহাত আহমদ শিফন প্রমুখ। ট্রাষ্টের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ আলাউর রহমান টিপু জানান- ইফতার সামগ্রী বিতরণের এ মাস ব্যাপি চলমান কার্যক্রম। “কোভিড-১৯” ভাইরাস এর শুরু থেকেই সংগঠনের পক্ষ থেকে জনসচতেনতামূলক বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানটিইজার, সাবান, মাস্ক, লিফলেট বিতরণ করা হয়েছে।