মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ জনমিলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান এর সভাপতিত্বে ও ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারকের পরিচালনায় বাজেট সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমান, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক আব্দুল আহাদ, সাংবাদিক নূরুল মোহাইমিন মিল্টন, সমাজ সেবক এখলাস উদ্দিন, শিক্ষক ফয়জুল হক চৌধুরী।
উত্থাপিত বাজেটের উপর বক্তব্য রাখেন- শিক্ষক ফেরদৌস আহমদ, কামরান আহমদ চৌধুরী, আব্দুল মছব্বির, লোকমান আহমদ প্রমুখ।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্য, মহিলা সদস্য, এনজিও কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ইউনিয়ন পরিষদের সচিব শিল্পী বেগম তার বক্তব্যের মধ্যদিয়ে উপস্থাপিত বাজেটে ১ কোটি ৫৬ হাজার ৯২৫ টাকা আয় ও ১ কোটি ৫৬ হাজার ৯২৫ টাকা ব্যয় ধরা হয়।