রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:১২ অপরাহ্ন
সৈয়দ ছায়েদ আহমদ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প (পিএসই) অধীনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নিয়ে প্রকল্প শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল কৃষি অফিস হলরুমে মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) এর আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউÐেশন ( বিএফএফ) এর সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধনের সভাপতিত্বে ও এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ( ভূমি) সন্ধীপ তালুকদার।
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত আলোকপাত করেন মো. মুরসালিন মুকিত। প্রকল্প শেয়ারিং সভায় বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।