1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আইপিএলের ফাইনাল শেষে যেসব পুরস্কারের ছড়াছড়ি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৪৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: গুজরাট টাইটানসের শিরোপা জয় দিয়ে শেষ হলো আইপিএলের ১৫তম আসর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল চলেছে দীর্ঘ দুই মাস। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি- টোয়েন্টি ক্রিকেটের আসরে বিগত দুই মাসে ঘটেছে নানা ঘটনা, হয়েছে অনেক রেকর্ড।

ফাইনালের ‘প্লেয়ার অফ দ্যা ম্যাচ’ পুরস্কার পান গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচে বল হাতে ১৭ রানের খরচায় তুলে নেন ৩ উইকেট। ১৩১ রানের মাঝারি টার্গেটের লক্ষ্যে ব্যাট হাতে দলের জন্য ৩৪ রান সংগ্রহ করেন ৩০ বলে।

ফাইনালের পরাজিত পক্ষে থাকলেও, রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটার জস বাটলার হয়েছেন টুর্নামেন্ট সেরা। এবারের আইপিএলে ৪টি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। সবচেয়ে বেশি বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। ছয় ৪৫টি ও চার ৮৩টি। ১৭ ম্যাচে ৪টি করে সেঞ্চুরি হাফসেঞ্চুরিসহ ৫৭.৫৩ গড়ে ৮৬৩ রান করেছেন বাটলার। স্ট্রাইকরেট ছিল দারুণ, ১৪৯.০৫।

এক মৌসুমে সর্বোচ্চ রানের ‘অরেঞ্জ ক্যাপ’ জিতে নিয়েছেন বাটলার।

সেরা বোলার হয়ছে বাটলারের সতীর্থ রাজস্থান রয়্যালসের ইউজবেন্দ্র চাহাল। সর্বোচ্চ ২৭টি উইকেট শিকার করেছেন এ লেগ স্পিনার। মৌসুমে চাহালের ইকোনমি রেট ছিল ৭.৭৫, গড় ১৯.৫১। আইপিএলের সর্বোচ্চ ইউকেট শিকারি হিসেবে ‘পার্পল ক্যাপ’ জিতে নিয়েছেন তিনি।

বাটলার আর চাহালের মতো আরেক তারকা আইপিএলে নজর কেড়েছেন। গতির ঝড় তুলে উমরান মালিক এবারে হয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই পেসার ১৪ ম্যাচে নেন ২২ উইকেট। ৫ উইকেট পেয়েছেন একবার। সেরা বোলিং ফিগার ২৫ রান খরচায় ৫ ইউকেট।

২০২২ সালের টুর্নামেন্টে রানার্স আপ হয়ে ট্রফির পাশাপাশি রাজস্থান রয়্যালস পেয়েছে ৫ কোটি রূপি। অন্যদিকে চ্যাম্পিয়ন হিসেবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস পেয়েছে ২০ কোটি রূপি।

 

কে কোন পুরস্কার পেলেন:

ফাইনালের সুপার স্ট্রাইকার- ডেভিড মিলার (গুজরাট টাইটান্স)
গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)

পাওয়ার প্লে অফ দ্য ম্যাচ- ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়্যালস)

সবচেয়ে মূল্যবান খেলোয়াড়- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)
ম্যাচের সেরা- হার্দিক পাণ্ডিয়া (গুজরাট টাইটান্স)
আসরের ইমার্জিং প্লেয়ার- উমরান মালিক (সানরাইজার্স হায়দরাবাদ)
মৌসুমের সর্বোচ্চ ছক্কার মালিক- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মৌসুমের সুপার স্ট্রাইকার- দিনেশ কার্তিক (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
মৌসুমের গেম চেঞ্জার- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মৌসুমের পাওয়ার প্লে প্লেয়ার- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মৌসুমের দ্রুততম ডেলিভারি- লকি ফার্গুসন (গুজরাট টাইটান্স)
মৌসুমের সর্বোচ্চ ছক্কার মালিক- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট)- ইউজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস)
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান)- জস বাটলার (রাজস্থান রয়্যালস)
মৌসুমের সেরা ক্যাচ- এভন লুইস (লখনৌ সুপার জায়ান্টস)
মৌসুমের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার- জস বাটলার (রাজস্থান রয়্যালস)

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..