1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

মেসির দৃষ্টিতে এবার ব্যালন ডি’অর বেনজেমার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৬১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রিয়াল মাদ্রিদের জার্সিতে পুরো মৌসুমজুড়ে অসাধারণ পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন করিম বেনজেমা। একই মৌসুমে লস ব্ল্যাঙ্কোসদের লা লিগা ও ইউরোপ সেরার ট্রফি জিতিয়েছেন। রেকর্ড ভাঙা-গড়ার মিছিলেও ছিলেন বেশ সরব। তাই মৌসুম শেষে ব্যালন ডি’অরের দৌড়ে অনেকেই এগিয়ে রাখছেন তাকে। তেমনি এগিয়ে রাখছেন সবচেয়ে বেশিবার এ পুরষ্কার জেতা লিওনেল মেসিও।

শুধু তাই নয়, বর্ষসেরা এ পুরষ্কারের ক্ষেত্রে বেনজেমার কোনো প্রতিদ্বন্দ্বীই দেখছেন না আর্জেন্টাইন তারকা। সোমবার টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন এ মহাতারকা।

মেসি বলেন, এটা স্পষ্ট যে বেনজেমা দুর্দান্ত একটা বছর কাটিয়েছে এবং এর শেষ করেছে চ্যাম্পিয়ন্স লিগ জিতে। শেষ ষোলো থেকে শুরু করে পরের সব ম্যাচেই সে দলের জয়ের কারিগর ছিল। আমার মনে হয়, এ বছর কোনো সন্দেহ নেই।

সদ্য শেষ হওয়া মৌসুমে রিয়ালের হয়ে ৪৬টি ম্যাচে খেলেছেন বেনজেমা। সেখানে ৪৪টি গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট রয়েছে ফরাসি তারকার। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১৫টি গোল, যা এ আসরে লিগটির সর্বোচ্চ গোল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..