মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। বর্ধিত এ সময়ে আগের মতোই বিধিনিষেধগুলো বলবৎ থাকবে। অর্থাৎ গণপরিবহন, অফিস বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তার মেয়াদ ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হল। তবে দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এছাড়া করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঈদের নামাজের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে আদায়ের নির্দেশ দিয়েছে সরকার। মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করাসহ ১২টি নির্দেশনা দেয়া হয়েছে।