বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: ম্যাচটি হওয়ার কথা ছিল মার্চে। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে সেটি পিছিয়ে জুনে নিয়ে আসা হয়। অবশেষে মাঠে গড়িয়েছে ইউরোপীয়ান অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালে ইউক্রেন বনাম স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটি। এতে ৩-১ গোলে জিতে ফাইনালে পৌঁছে গেছে ইউক্রেন। কাতার বিশ্বকাপ থেকে এখন তারা মাত্র এক পা দূরে।
ইউক্রেনিয়ানদের জন্য এই ম্যাচটি কেবল সেমিফাইনাল ছিল না। এটা আবেগ, বিশ্বমঞ্চে দেশের পতাকা নতুন করে উড়ানোর প্রতিজ্ঞা। গতকাল রাতে সেটিই দেখা গেল স্বটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে। মাঠে ইউক্রেনের খেলোয়াড়দের শরীরিক ভাষাই বলে দিচ্ছিল তারা এখানে হারতে আসেনি, জিততে এসেছে।
আগামী রবিবার কার্ডিফে ফাইনালে ওয়েলসের মুখোমুখি হবে ইউক্রেন। ম্যাচটি যারা জিতবে তারাই কাতার বিশ্বকাপের টিকিট পাবে।