সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে প্রশিক্ষিত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ(২জুন) বৃহষ্পতিবার মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সংগঠনের প্রতিনিধি,যুব উদ্যোক্তা,আত্মকর্মী ও প্রশিক্ষনার্থীদের অংশগ্রহনে যুব সমাবেশ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এবং জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
প্রধান অতিথি বলেন,বর্তমান সরকার যুবকদের জন্য অনেক প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষন নিয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে পারেন। এতে যেমন বেকারত্ব দূর হবে তেমনি নিজে স¦াবলম্বী হতে পারবেন এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ-সচিব নজরুল ইসলাম।
যুব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান। রাখেন প্রশিক্ষনার্থী সুশিপ্তা দাস,যুব উদ্যোক্তা(পুরস্কারপ্রাপ্ত) টি এম আলমগীর, যুব সংগঠনের পক্ষ থেকে শেখ মো: বাহাউদ্দিন। যুব সমাবেশের আগে মৌলভীবাজার যুব উন্নয়ন কেন্দ্রের অডিটরিয়ামে মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের জেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। দক্ষতা সাথে সকল কাজে দায়িত্বশীল হওয়ার আহব্বান জানান। তিনি বলেন দায়িত্ব অবহেলায় কাউকে ছাড় দেয়া হবে না।