শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: রাজনগর উপজেলার দক্ষিণ বালিগাঁও (মোরালী) গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে বিশিষ্ট ব্যাবসায়ী মুন্সিবাজার শাহজাহান ফ্যাশন এর মালিক মোঃ শাহজাহান মিয়া (৩২) এর উপর সন্ত্রাসী হামলা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত গুরুতর আহত ব্যবসায়ী শাহজাহান ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাসপাতালে চিকিৎসাধীন শাহজাহান ও স্থানীয় সুত্রে জানা গেছে- গত ২৫ এপ্রিল তারাবি নামাজ শেষে বাড়ী ফেরার পথে রাত অনুমান ১০টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শক্রুতার জের ধরে একই গ্রামের মৃতঃ খালিছ মিয়ার পুত্র লিপন মিয়া, আব্দুল লতিফ এর পুত্র শেফুল মিয়া, মছদ্দর আলীর পুত্র রওশন ওরফে আয়াত আলী, শিবলু ওরফে জাফর ইকবালসহ অজ্ঞাতনামা লোকজন তাদের হাতে থাকা লোহার রড, দারালো চাকুসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে শাহজাহানকে হত্যা করার উদ্যোশে হামলা চালায়। বাসায় ঢুকে লুটপাঠের চেষ্টা চালায়। তার সাথে থাকা নগদ ৩ লাখ টাকা লুঠে নেয়। তাদের হামলায় সমস্ত মাথা, ডান হাতের আঙ্গুল দ্বি-খন্ডিত হয়ে যায়। এ সময় হালা চিৎকার শুনে প্রতিবেশী লোকজন তাকে গুরুতর রক্তাক্ত জখমী অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা উন্নতি না হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।