সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা উপজেলার বৃহত্তর দোহালিয়ার সামাজিক সংগঠন ‘আল-ইক্বরা ইসলামিক সোসাইটি’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ও দোয়া মাহফিল পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাদির।
আলোচনা সভার প্রারম্ভে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আশিক আহমেদ।
সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম ছিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক ইউপি সদস্য আব্দুল হক, ইসলামিক সমাজসেবা ও মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ খলিলুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সভাপতি এম সামছুল হক, সহ-সভাপতি আব্দুল মজিদ, সমাজসেবক নজরুল ইসলাম টেক্কা, ফয়জুর রহমান প্রমূখ।