সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ৭ জুন মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের জিম্মি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক যায়যায়দিনের বড়লেখা উপজেলা প্রতিনিধি সুলতান আহমদ খলিলের সভাপতিত্বে ও সাংবাদিক মস্তফা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুর রব, কালেরকণ্ঠ প্রতিনিধি লিটন শরিফ, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, উত্তর পুর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইনকিলাব প্রতিনিধি সুলতান মাহমুদ খান প্রমুখ।