সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
সৈয়দ ছায়েদ আহমদ :: মৌলভীবাজার জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম অর রশীদ তালুকদার।
সোমবার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে মে ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়।
একই ভাবে যুগ্মভাবে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস ও সদর মডেল থানার এসআই সৈয়দ বশির আহমেদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মাহবুবুল আলম।
পুরষ্কার হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ জুন) দুপুরে সেরা অফিসার ইচার্জ শামীম অর রশীদকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা কৃষি অফিসার মোনালিসা ইয়াসমীন সুইটি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আকরাম খানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।