মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৯:৫৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের সদর উপজেলার পাহাড় বর্ষিজোরা এলাকা থেকে জবা বেগম (১৬) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জিবা বেগম পাহাড় বর্ষিজোরা এলাকার নুর মিয়ার মেয়ে।
মৌলভীবাজার মডেল থানার এসআই আজিজুর রহমান বষয়টি নিশ্চিত করে বলেন, সকালে জিবা বেগমের কোনো সারা শব্দ না পেয়ে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় জিবা ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্নহত্যা করে ।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মগে পাঠায়।