1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মহানবী (সা:) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ভারতে ক্ষমতাসীন দল বি জে পি এর দুই নেতা -নেত্রী কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে টকশোতে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার পৌরসভা জামায়াত।
০৯ জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার পৌর শহরের এম সাইফুর রহমান রোড থেকে “বিশ্ব নবীর চরিত্র ফুলের মত পবিত্র”, “”আমার নবীর অবমাননা, বাংলার মানুষ সইবে না”, “লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ, “”আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা “প্রভৃতি স্লোগান সংবলিত মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজারে এসে সমাবেশে মিলিত হয়।পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেকুল ইসলাম ও জেলা শিবিরের সভাপতি হাফেজ ফারুক আহমদ মঞ্জু প্রমুখ।
সমাবেশে ইঞ্জিনিয়ার শাহেদ আলী ভারতের ক্ষমতাসীন দলের মিডিয়া মুখপাত্রের অশালীন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মহানবী (সা:) কে নিয়ে কটুক্তিকারী ভারতের বিজেপি দুই নেতা-নেত্রীকে অবিলম্বে ভারত সরকারকে বিচারের আওতায় আনতে হবে। আর যদি তাদের বিচারের আওতায় না আনা হয় তাহলে বুঝা যাবে ভারত সরকার গোটা বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, যুগে যুগে যারা ইসলামের বিরোধীতা করেছে তাদের চরম পরিণতি ভোগ করতে হয়েছে। বিশ্বমুসলিমের ধর্মীয় আবেগের স্থান আমাদের প্রিয় নবী ও রাসূল (সাঃ) কি নিয়ে এ ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য অবিলম্বে ভারত সরকারকে সমগ্র মুসলিম দুনিয়ার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..