সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: ১৯৭১সালের মহান মুক্তিযোদ্ধে ভারতের অম্পিনগর থেকে ট্রেনিং গ্রহন করে ৩ নং সেক্টরে মেজর জেনারেল কে এম শফি উল্লার নেতৃত্বে যুদ্ধে অংশ গ্রহন করেন।
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা প্রকৌশলী আনসারুজ্জামান খানের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। গত ৩০ মে মঙ্গলবার রাত ১০ঘটিকার দিকে নিজ বাড়ী রাজনগর উপজেলার — ইউনিনের করিমপুর গ্রামে নিজ বাড়িতে মৃতু্য বরন করেন। ইন্নাল্লিহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। পর দিন ৩১ মে নিজ বাড়ীর উঠানে রাস্ট্রীয় মর্জাদায় গার্ড অব অনার শেসে জানাযা শেষে পাশ্ববর্তী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা প্রকৌশলী আনসারুজ্জামান খানের দাফনের আগে নিজ বাড়িতে রাস্ট্রীয় মর্জাদায় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সাবেক রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সজল কুমার চক্রবর্তী, ইপজেলা পরিষদের নির্বাহী কর্মকতা বাবলু সুক্র ধর, রাজনগন থানা এসআই কামাল হোসেন,ইউনিয় পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন,ইউপি সদস্য লিটন মিয়াসহ রাজনীবিদ,মুক্তিাযোদ্ধাসহ বিভিন্ন েশ্রনী ও পেশার স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রকৌশলী আনসারুজ্জামান খান ধীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী একপুত্র ও দুই কন্যা সন্তান রেথে মারা যান।