রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: টালিগঞ্জে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ। কোভিডের শিকার হচ্ছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। গতকাল বুধবার অভিনেত্রী জানান, তিনি করোনা পজিটিভ। রিপোর্ট পজিটিভ এসেছে তার মা-বাবারও। খুব সম্ভবত দিতিপ্রিয়ার বাবাই প্রথম কোভিড পজিটিভ হন, দু-দিন জ্বরে ভোগেন অভিনেত্রীর মা। পরে করোনা পরীক্ষা করালে, তিনজনেরই রিপোর্ট পজিটিভ আসে।
আপাতত শুটিং থেকে ছুটি নিয়ে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন দিতিপ্রিয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যাবতীয় নিয়ম মেনে চলছেন। দ্রুত সুস্থতা এবং শুটিং ফ্লোরে ফিরে যাওয়াই তার একমাত্র লক্ষ্য।