সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি : সিলেটের নদ-নদীগুলোর অবস্থা এখন বিপজ্জনক। সুরমা, কুশিয়ারাসহ সব নদীতেই পানি বাড়ছে। অন্তত চারটি পয়েন্টে পানি আছে বিপৎসীমার ওপরে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে এমন তথ্য।
পাউবো জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সিলেট পয়েন্টে গতকালের চেয়ে পানি বেড়েছে। গতকাল সন্ধ্যায় পানি ছিল ১০.৯৩ মিটার, আজ দুপুরে হয় ১১.০৮ মিটার। এখানে পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে গতকালের চেয়ে বেড়েছে। এখানে গতকাল সন্ধ্যায় পানিসীমা ছিল ১৪.৯৩ মিটার, আজ দুপুরে হয় ১৪.৯৮ মিটার। পানি বেড়েছে শেওলা পয়েন্টেও। গতকাল যেখানে পানি ছিল ১২.২৩ মিটার, আজ সেখানে হয়েছে ১২.৫৬ মিটার।
গতকালের চেয়ে আজ ৭ সেন্টিমিটার পানি বেড়েছে কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টেও। এ নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গোয়াইনঘাটের সারি নদের পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।