মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে সলিমুল্লাহ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাতে উখিয়ার বালুর মাঠ ক্যাম্প-২ ইস্টে সন্ত্রাসীদের গুলিতে সলিমুল্লাহ নামের এক রোহিঙ্গা আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
নিহত সলিমুল্লাহ ওই ক্যাম্পের ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও ওসি জানান।