সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে তিনদিনব্যাপী ফলমেলা ২০২২ এর শুভ উদ্ধোধন হয়েছে । আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ফলমেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় ।
এ উপলক্ষ্যে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ।
শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সিপন মিয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রমুখ ।
তিনদিনব্যাপী ফলমেলায় দেশিয় ফল- আম, কাঁঠাল, কলা, তাল, কামরাঙা, লটকন, আনারস, ডেউয়া, চাপালিশ, জাম্বুরা, ডেফল, জামরুল, খেজুর, লিচু, কাউফল, জাম, পেপে, আমড়া, নারিকেল, পেয়ারা, বিভিন্ন প্রজাতির লেবু ইত্যাদি ফল স্হান পেয়েছে ।