মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
মশাহিদ আহমদ: রাজনগরে হাজী বাতির মিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন তেলিজুরী ( রেজি নং- মৌঃ বাঃ ৪৪২/১৪) এর উদ্যোগে গরীব ও অসহায় লোকজনদের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । হাজী বাতির মিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন তেলিজুরী সভাপতি হাজী মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও ডাঃ মোস্তাফিজুর রহমান পলাশ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মোঃ হারুন মিয়া, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আব্দুল শাহীনসহ অন্যান্য নেতিৃবৃন্দ। আয়োজকরা জানান- প্রতিবছরের ন্যায় সংগঠনের প্রধান পৃষ্টপোষক লন্ডন প্রবাসী হাজী মোঃ ছাদ মিয়া ও প্রবাসী লিটন মিয়াসহ পরিবারের অন্যান্যদের আর্থিক সহযোগীতায় উপজেলার বিভিন্ন গ্রামের গরীর লোকজনদের মাঝে এ সামগ্রী তুলে দেওয়া হয়।