কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফের পক্ষ থেকে অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) ইফতারের পূর্ব মুহূর্তে পৌর শহরের বিভিন্ন স্থানে ১০০ জন অসহায় ছিন্নমূল পথচারীদের এই ইফতার দেওয়া হয়। এর আগে গত ২৬ এপ্রিল শহরের বিভিন্ন স্থানে ১০০ জন ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতারি বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাবেক সহ-সম্পাদক মো:সামছুল ইসলাম, ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, উপজেলা তরুণ লীগের আহবায়ক রায়হান আহমদ, সাইফুর রহমান নিজাম, এহসানুল হক আদিল,ওয়ালিদ হাসান সাঈদ,শাহরিয়ার সিফাত
আশফাক আলম দানিয়াল প্রমুখ।