1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‌মৌলভীবাজার শহর রক্ষা বা‌ধের সুরক্ষায় মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে আনসার ভি‌ডি‌পির সদস‌্য

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ‌মৌলভীবাজার শহর রক্ষা বা‌ধের সুরক্ষায় আনসার ভি‌ডি‌পির সদস‌্য মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।‌বিরাজমান বন‌্যা প‌রি‌স্থি‌তি‌তে নির্মাণাধীন বাধ ও অস্থায়ী বাধ অনাকাঙ্খীত কার‌ণে বন‌্যায় ক্ষ‌তিগ্রস্থ হওয়া থে‌কে রক্ষা‌র্থে এ মোতা‌য়েন করা হয়। গত ১৯/০৬/২০২২ খ্রি: র‌বিবার আকষ্মিক ভা‌বে মৌলভীবাজারস্থ মনু নদীর পা‌নি বাড়‌তে শুরু কর‌লে জনগ‌নের জানমাল রক্ষায় তাৎক্ষ‌নিক আনসার ভি‌ডি‌পি সদস‌্যদের মোতা‌য়েন কার্যক্রম গ্রহণ করা হয়।বা‌ধের দীর্ঘ এলাকা জু‌ড়ে নদীর উচ্চতা ও গ‌তিপ্রকৃ‌তি অব‌লোকন করা সহ নির্মাণাধীন নান্দ‌নিক স্থাপনা সমূহ রক্ষণা‌বেক্ষন,নির্মাণাধীন স্থা‌নে অনাকা‌ঙ্খিত নদীর পা‌নি প্রবেশ হওয়া ঠেকা‌নো এবং সাধারণ মানু‌ষের জনসমাগম এড়া‌তে বা‌হিনীর সদস‌্যগণ মোতা‌য়েন র‌য়ে‌ছে। মঙ্গলবার উক্ত এলাকা প‌রিদর্শনে যান আনসার ও ভি‌ডি‌পির জেলা কমান্ড‌্যান্ট মো: সেফাউল হো‌সেন ।প‌রি‌স্থি‌তি মোকা‌বেলায় জেলা কমান্ড‌্যান্ট সক‌লের সা‌র্বিক সহ‌যো‌গিতা ও আন্ত‌রিকতা আহ্বান ক‌রেন।‌তিনি ব‌লেন বন‌্যা প‌রি‌স্থি‌তি‌ স্বাভা‌বিক না হওয়া পর্যন্ত এ মোতা‌য়েন অব‌্যাহত থাক‌বে।‌তি‌নি আর ও ব‌লেন আনসার ভি‌ডি‌পি মৌলভীবাজার মনু নদী সংলগ্ন বিভিন্ন স্থা‌নে পর্যবেক্ষণ অব‌্যাহত রে‌খেছে।প্রয়োজ‌নে ঝু‌কিপূর্ণ প‌য়ে‌ন্ট বি‌বেচনায় অ‌তি‌রিক্ত সদস‌্য মোতা‌য়েন করা হ‌বে ব‌লেও তি‌নি জানান। প‌রিদর্শনকা‌লে মৌলভীবাজার আনসার ও ভি‌ডি‌পির সহ: জেলা কমান্ড‌্যান্ট  মো: ফরিদ রহমান,সদর উপ‌জেলার কর্মকর্তা  মো:মামুনুর র‌শিদ, প্রশিক্ষক সন্জয় কুমার সিংহ এবং জেলা মনিটরিং মাঠকর্মী সুজিত দত্ত সহ অন‌্যান‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..