সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোটার: শ্রীমঙ্গল রেলওয়ে থানাধীন ভাড়াউড়া চা বাগান এলাকায় অজ্ঞাতনামা (২৫) যুবকের রেলওয়ে কাটা লাশ উদ্বার। জানা গেছে, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বমঙ্গলবার বিকেলে খবর পেয়ে লাশটি উদ্ধার করে শনাক্তের জন্য পিবিআই মৌলভীবাজারকে অবগত করে। পিবিআই ক্রাইমসিন টিম উপস্থিত হয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ শনাক্ত করেন।
শনাক্তে টেনে কাটা মৃত ব্যক্তির এনআইডি তথ্যনুসারে- বাপ্পু বৈদ্য (২২), পিতা- বিশু বৈদ্য,সাং- উত্তরসূর, থানা- শ্রীমঙ্গল,মৌলভীবাজার বলে প্রাশমিকভাবে প্রমানিত হয়। বর্তমানে মৃতদেহটি শ্রীমঙ্গল রেলওয়ে থানায় রয়েছে বলে জানা যায়। এব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানা ইনচার্জ এর সাথে যোগাযোগের চেষ্টা করে মোঠোফোনে পাওয়া যায়নি।