1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

টেস্টে ভালো করতে না পারা দূর্জয়ের কাছে ‘রহস্যজনক’

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২২৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারেতর বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক ছিলেন নাইমূর রহমান দূর্জয়। সময়ের পরিক্রমায় সেই সময়ের অধিনায়ক এখন ক্রিকেটের নীতি নির্ধারক। বিসিবির পরিচালক। এদিকে সময়ের পরিক্রমায় বাংলাদেশের টেস্টে ক্রিকেটেও শৈশব, কৈশোর পার হয়ে এখন টগবগে যুবক। কিন্তু সাদা পোশাকে বাংলাদেশের ক্রিকেটে এখনো এগুতে পারেনি। প্রতি পদ পদে হোঁচট খাচ্ছে। হারছে নিয়মিত। জয় আসছে মাঝে। ব্যর্থতার সর্বশেষ ছবি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট। তীর হয়ে অন্তরে সবার আঘাত করেছে। তবে এরকম আঘাত নতুন নয়। কিন্তু এতো বছরেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এ রকম দূর্গতি দেখে অভিষেক টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়ও অবাক। তিনিও কিছুতেই বুঝতে পারছেন দলের এ রকম ভরাডুবির কারণ। তার কাছে রহস্যই মনে হচ্ছে। আজ মিরপুরে হাইপারম্যান্সে ইউনিটের ক্যাম্প পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা তো কিছুটা দুর্ভাগ্যে, এখনও (এসব কথা) বলতে হয়। আমরা যখন শুরু করেছি, তখন আমাদের যে এক্সেপেরিয়েন্স ছিল, আমাদের যে ফ্যাসিলেটিজ ছিল, সবকিছুই এখন তার থেকে অনেক ভালো এবং প্লেয়াররাও ‍ আমাদের থেকে ভালো। তারপরও কেন রেজাল্ট হচ্ছে না, এটা রহস্যজনক ব্যাপার।’

টেস্ট ক্রিকেটে ভালো করকে না পারার কারণ হিসেবে দূর্জয় যথাযথ গুরুত্ব না দেয়ার কথা তুলে ধরেছেন। তিনি মনে করেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের মতো টেস্টে ক্রিকেটে সেভাবে গুরুত্ব দেয়া হয় না । তিনি বলেন, ‘জাতিগত হিসেবে আমরা সবাই শর্টার ভার্সনে বেশি আগ্রহী। দর্শক বলেন, ক্লাব কিংবা অফিশিয়াল বলেন অথবা সংগঠক। সবার আসলে টেস্টের দিকে (মনযোগ কম)। ক্রিকেটের মূল জায়গা হচ্ছে টেস্ট। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, টেস্ট খেলছি অনেকদিন হয়ে যাচ্ছে। টেস্টের সংস্কৃতি, ঘরোয়া, প্রথম শ্রেণি এসবে আমাদের আরও যত্নবান হতে হবে। তাছাড়া টেস্টে ভালো খেলার অন্য কোনো উপায় আসলে নেই।’

টেস্ট দলের ফলাফল ভালো হচ্ছে না মনে নিয়ে নাইমূর নহমান দূর্জয় বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে রেজাল্ট আমারে ভালো হয়নি। টেস্ট ম্যাচে এখন আমাদের টাইম পারফর্ম করার। আমার আসলে অবাক লাগে, আমাদের এত ভালো ভালো প্রেয়ার, সবাই একসাথে ফায়ার করলে টেস্টে কিন্তু এরকম হওয়ার কথা না। অবশ্যই তারা অনেক ভালো ভালো খেলোয়াড়। কিন্তু টিমের রেজাল্টটা টেস্টে আমরা সেভাবে পাচ্ছি না।’ তিনি বলেন, ‘টেস্টে প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা হয়তো পঞ্চাশ করছি কিন্তু আমাদের সেই ইনিংসটা একশ হওয়া উচিত বা অনেক সময় টাইমতে কিল করার জন্য যেটা করা উচিত, সেটা করছি না।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..