1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গল পঞ্চম চা নিলামে ৪ কোটি ১২ লক্ষ টাকার চা বিক্রি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি :: দেশের আন্তর্জাতিক দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি বছরের চতুর্থ চা নিলামে প্রায় ৪ কোটি ১২ লক্ষ টাকার চা বিক্রি হয়েছে।

 

বুধবার (২২ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অস্থায়ী নিলাম কেন্দ্র জেলা পরিষদ অডিটোরিয়ামে চা নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

নিলামে শ্রীমঙ্গলের ৫টি ব্রোকার্সসহ শতাধিক বায়ার অংশ নেন। ৫টি ব্রোকার্সের মাধ্যমে চা নিলামে ৩২টি বাগানের মোট ২ লাখ ৫ হাজার ৯৭৩ কেজি চা তোলা হয়। তারমধ্যে সবচেয়ে বেশী দামে চা বিক্রি হয় হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের চা ২৪০ টাকা প্রতি কেজি দরে।

 

রুপসী বাংলা ব্রোর্কাসের চেয়ারম্যান সৈয়দ মনীর এবং সোনার বাংলা ব্রোকার্সের পরিচালক শহীদ আহমদ জানান,শ্রীমঙ্গলের ৫টি ব্রোকার্সের মাধ্যমে ২ লাখ ৫ হাজার ৯৭৩ কেজি তোলা হয়েছে।অধিকাংশই চা বিক্রি হয়েছে।

ক্লোনাল চা বাগানের ব্যবস্থাপক রনি ও শ্রীমঙ্গল নাহার চা বাগানের ব্যবস্থাপক পীষুশ কান্তি ভট্রাচার্য্য বলেন, পঞ্চম নিলামে তুলনামূলক ভালো দাম পেয়েছি। চেষ্টা করি চায়ের গুণগত মান ধরে রাখতে।

 

সেলিম টি পরিচালক সেলিম আহমদ বলেন, নিলামে উৎসবমূখর পরিবেশ ছিলো। প্রতিটি অকশনে নতুন চা তোলা হয়। যার ফলে চা বেশি বিক্রি হচ্ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..