সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রথম ধাপের সাধারণ জ্ঞান (বহুনির্বাচনী) এর ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন ভর্তিচ্ছুরা। যারা উত্তীর্ণ হয়েছে তাদের আগামী ২ জুলাই অঙ্কন (ফিগার ড্রইং)’র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে। তবে ঠিক কত সংখ্যক শিক্ষার্থী পাস করেছেন- এমন কোনো তথ্য জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা স্নাতকপূর্ব ভর্তির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) আবেদনকৃত নিজ প্রোফাইলে গিয়ে ফলাফল দেখতে পারবেন।
গত ১৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১০০ নম্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি অংশে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটি হলো- সাধারণ জ্ঞান (বহুনির্বাচনী)। এ অংশে রয়েছে ৪০ নম্বর। অন্যটি হলো- অঙ্কন (ফিগার ড্রইং)।
‘চ’ ইউনিট শুধু চারুকলা অনুষদ নিয়ে গঠিত। এ অনুষদের বিভাগগুলো হলো- অঙ্কন ও চিত্রায়ণ, ভাস্কর্য, গ্র্যাফিক ডিজাইন, কারুশিল্প, প্রিন্ট মেকিং, প্রাচ্যকলা, শিল্পকলার ইতিহাস এবং মৃৎশিল্প ইত্যাদি।