সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর তীরের ভুকশিমইল ইউনিয়নের তিনটি বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বৃহস্পতিবার বেলা তিনটায় ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল স্কুল ও কলেজ আশ্রয়কেন্দ্র, কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ও ঘাটেরবাজার শেড আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া দূর্গত মানুষদের পাশে দাঁড়ান এবং মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে শুকনো খাবার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমেদ সলমান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: ফেরদৌস আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: জাকির হোসেন, পিআইও মো: শিমুল আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মহসীন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাবুসহ কুলাউড়া সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। শুকনো খাবারের মধ্যে ছিলো ২০০ প্যাকেট চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, ১০০ প্যাকেট স্যালাইন, চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, আয়োডিন লবন ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, লবন ১ কেজি, মরিচের গুঁড়ো, হলুদের গুড়ো, ধনিয়া গুড়ো ১ প্যাকেট, শিশু খাদ্য ৪০ প্যাকেট, চিনি গুড়া চাল ১ কেজি, দুধ ২০০ গ্রাম, চিনি ১ কেজি, সাগু ৫০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, মসুর ডাল ২৫০ গ্রাম, সয়াবিন তেল ১ লিটার, গো-খাদ্য ৪০ প্যাকেট।