শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:৫১ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে করোনা পরিস্থিতিতে গরীব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ ষ্টার কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর আয়োজনে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আছকির মিয়া, দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, আবাসন সেবা সংস্হার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর বাংলাদেশ সমন্বয়ক ইকরামুল ইসলাম ইমন। সহযোগীতায় ছিলেন সেজিম আহমেদ ও লিটন দেব।
এসময় শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা এর পক্ষ থেকে ৭৫০ জন অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও ১ লিটার ভোজ্য তেল।
উল্লেখ্য, ওইদিন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর পক্ষ থেকেও ১০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সভাপতি মামুনুুুর রশীদ শিপু, সাধারণ সম্পাদক এম এলাহী চমন, তত্বাবধানে মিজানুর রহমান, সার্বিক সহযোগিতায় সুফিয়ান চৌধুরী, আলাউদ্দিন চৌধুরী লিটন, সৈয়দ সুমেল, ঝলক দত্ত ও আলতাফ হোসেন, ইমদাদুল হক ইপু, খলিলুর রহমান, রঞ্জিত পুরকায়স্থ বিজু, মো. বশির, রহিমা রিপা, ফারহানা বর্ণা, মোস্তফা গাজী সোহেল, ফয়েজ বকস, আবুল বাশার, তোফায়েল আহমেদ, নুরুল আলম শিবুল, ইমরুল কায়েস, জুয়েল রহমানের সহযোগিতায়
খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।