সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের প্রায় ৩৫ ঘন্টা পর রন রিকমন (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয়রা বন্যার পানিতে ভাসমান লাশটি দেখতে পায়।
জানা যায়, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই চা বাগান নতুন টিলার বাসিন্দা চা শ্রমিক রন রিকমন বুধবার (২২ জুন) রাত প্রায় ৯ টায় সওদাপাতি নিয়ে বন্যার পানি মাড়িয়ে বাড়ি যাচ্ছিল। বাড়ির কাছেই সে পা পিছলে পানির গভীরে তলিয়ে যায়। বাড়ির লোকজনসহ স্থানীয়রা রাতব্যাপি পানিতে তল্লাশী করে কোন সন্ধান পাননি।
পরদিন কুলাউড়া ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হন। বিকেলে সিলেট থেকে ডুবুরী দল এসে প্রচেষ্টা চালিয়েও কোন খোঁজ পায় নি।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারকে সমজিয়ে দেয়া হয়েছে।