সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া চা শ্রমিক রণ রিকমনের (৪০) এর লাশ দুইদিন পর পাওয়া গেছে। ২৪ জুন শুক্রবার সকাল নয়টার দিকে জুড়ীর ধামাই চা-বাগানের নতুন টিলা এলাকায় ভাসমান পানিতে রিকমনের লাশ ভেসে ওঠে। রিকমনের বাড়িও নতুন টিলা এলাকায়।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধামাই বাগানের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। রিকমনের বসতঘর টিলাভূমিতে হলেও বাড়িতে প্রবেশের কাঁচা রাস্তার ওপর কোমর সমান পানি। রিকমন গত বুধবার ২২ জুন রাত নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে বাড়ি ফিরছিলেন। নৌকা না পেয়ে হেঁটে রওনা দেন তিনি। একপর্যায়ে পথিমধ্যে তিনি পানিতে ডুবে যান। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এরপর ঘটনাটি জুড়ী থানাপুলিশ ও কুলাউড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে প্রথমে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে সিলেট থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়। তারাও রিকমনের কোনো সন্ধান পায়নি।
ধামাই চা-বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্র পাল জানান, শুক্রবার সকাল নয়টার দিকে ঘটনাস্থলের কাছে রণ রিকমনের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। পরিবারে রিকমনের স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে। তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।