সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পর শনিবার বিকেল ৪ টায় বন্যার পানির নিচ থেকে শিপলু আহমদ (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবী বন্যার পানির মাত্র ২/৩ হাত উচ্চতায় থাকা বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হয়েই সে মারা গেছে। নিহত শিপলু আহমদ উপজেলার সুজানগর ইউপির পাটনা গ্রামের চান মিয়ার ছেলে।
জানা গেছে, উপজেলার উত্তর সুজানগর গ্রামের স্কুল শিক্ষক সুরমান আহমদের বাড়িতে কাজের লোক হিসেবে থাকতো শিপুল আহমদ। অন্যান্য কাজের সাথে প্রতিদিন সকালে সে গবাদিপশুর ঘাস কাটতে নৌকা নিয়ে বেরিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফিরে। শনিবার সকাল ৮টায় বেরিয়ে অনেক বেলা পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন তাকে খুজতে গিয়ে পানির ওপর শূন্য নৌকা ঘুরতে দেখেন। পরে স্বজন ও স্থানীয় ইউপি মেম্বার কায়ছার হামিদসহ এলাকাবাসি নিখোঁজের প্রায় ৬ ঘন্টা পর বিকেল চারটায় পানির নিচ থেকে শিপুল আহমদের মৃতদেহ উদ্ধার করেন।
স্কুল শিক্ষক সুরমান আহমদ জানান, বিদ্যুৎলাইনের নিচের পানিতে শিপলু আহমদের লাশ পাওয়া যাওয়ায় মোটামুটি সবাই নিশ্চিত বিদ্যুৎস্পৃষ্টেই সে মারা গেছে। আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে ঘটনাটি অবহিত করেছি।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে কেউ থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।