বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
মশাহিদ আহমদ :: কমলগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্য ও তার সহযোগীদের হামলায় আব্দুল খালিক(৬৮) গুরুতর আহত হয়েছেন রামচন্দ্রপুর উজির মিয়ার চা দোকানের সামনে আজ ২৭ জুন দুপুরে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়- আব্দুল খালিক রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে উজির মিয়ার দোকানের সামনে আসলে রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমদ ওয়াতির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনি বাধা দিলে পুর্ব পরিকল্পিত ভাবে তাদের হাতে থাকা দা ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারাত্বক ভাবে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা গুরুতর রক্তাক্ত আব্দুল খালিককে উদ্বার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন। এ ব্যপারে জানতে চাইলে ৭নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমদ ওয়াতির এর বক্তব্য পাওয়া যায়নি।