বিশেষ প্রতিবেদক: গণপরিবহন চালুর দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। রোববার (২ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে পরিবহন শ্রমিকরা তাদের কর্মসূচি পালন করেন।এ সময় উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সালেহ আহমদসহ অন্যান্যরা সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা। এ সময় শ্রমিক নেতারা বলেন, অব্যাহত লকডাউনে পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাঁরা লকডাউনের বিরুদ্ধে নন। তবে গণপরিবহন বন্ধ থাকায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। আয়-রোজগার বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে তাঁরা গাড়ি চালাতে চান।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি