সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার মোকাবাজারের নিতেশশ^র গ্রামে মারধোর করার মামালার হাজতি আসামী জামিন নিয়ে বিনা বিচারে মামলা তোলে নেওয়ার জন্য বাদীকে প্রান নাশের হুমকিসহ পুলিশের এস আই দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মৌলভীবাজার পুলিশ সুপার এর নিকট প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন নিতেশ^র গ্রামের মো: ওয়ারিছ মিয়া(৪০)। মৌলভীবাজার পুলিশ সুপার এর নিকট লিখিত অভিযোগে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিষয়ে নিতেশ^র গ্রামের শেখ কাশেম আলী গংদের সাথে বিরুদ্ধ চলছিল ওয়রিছ মিয়ার। এ ঘটনার জের ধরে ওয়ারিছ মিয়াকে মারধোর কওে কাশেম আলীগং। এব্যাপারে মামলা হলে শেখ কাশেম আলী জেলও কাটেন। শেখ কাশেম আলী জেল থেকে জামিনে বেড় হয়ে তাকে প্রানে মারার চেষ্টা করছেন বলে অভিযোগে করেন মামলার বাদী ওয়ারিছ মিয়া। এমনকি মৌলভীবাজার মডেল থানার এস আই সুলতানুর রহমানকে দিয়ে চলমান মামলা আপোষ মিমাংসা না করলে নানা ধরনের হুমকি ধামকি ও মিথ্যা মামলায় জেলে পাঠাবেন বলে চাপ সৃষ্টি করছেন। এব্যাপারে ওয়ারিছ মিয়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের নিকট দাবী জানান।