বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: করোনা মহামারির কারণে চলছে লকডাউন। কিন্তু এসব কিছুকে উপেক্ষা করেই ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। সোমবার (৩ মে) সকালে নৌরুটটিতে এমন দৃশ্য দেখা যায়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদ সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে লকডাউনের মধ্যে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল ৭টার পর থেকে কে-টাইপ ও ইউটিলিটি ৪টি ছোট ফেরি চলাচল করছে।
এ বিষয়ে পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে গতকাল রবিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার যানবাহন পারাপার হয়েছে।