শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শুক্রবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ স ম সালেহ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সম্মিলিত সাস্কৃতিক জোট সভাপতি আব্দুল মতিন, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না, আনোয়ার হোসেন দুলাল, আনোয়ার হোসেন, অবিনাশ বিশ্বাস, এস এম এরশাদ চৌধুরী, শ্যামলী চন্দ, সুদীপ ভট্টাচার্য্য, এডভোকেট কাঞ্চন দাশ গুপ্ত, নির্বেন্দু নির্ধোত তপু, কয়ছর আহমদ, শিব প্রসন্ন ভট্টাচার্য, সৈয়দ সুমেল আহমদ, হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শিক্ষাদানের অনুকূল পরিবেশ তৈরী করতে হবে।