1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জঙ্গি গ্রেফতারের তালিকায় চতুর্থ সিলেট

  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের ক্রমানুসারিক তালিকায় সিলেট বিভাগের অবস্থান চতুর্থ। গত দুই দশকে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের সিংহভাগই উত্তরাঞ্চল তথা রাজশাহী ও রংপুর বিভাগের বাসিন্দা।

পুলিশের বিশেষায়িত সংস্থা অ্যান্টিটেরোরিজম ইউনিটের (এটিইউ) পরিসংখ্যান ও গবেষণায় ওঠে এসেছে এমন তথ্য। এটিইউ মূলত জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কাজ করে।

এটিইউ ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত আইনের আওতায় আসা জঙ্গিদের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ১ হাজার ২১৭ জনকে বাছাই করে এই গবেষণা চালিয়েছে।

অ্যান্টিটেরোরিজম ইউনিটের তথ্য বলছে, গত দুই দশকে গ্রেফতারকৃত জঙ্গিদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ শতাংশই রাজশাহী বিভাগের। এরপর আছে রংপুর বিভাগ, ৩২.৬৪ শতাংশ।

জঙ্গিদের ৮.৬৩ শতাংশ ময়মনসিংহ বিভাগের এবং ৪.০৭ শতাংশ সিলেট বিভাগের।

এ ছাড়া জঙ্গিদের মধ্যে ঢাকা বিভাগের ২.৭৭ শতাংশ, চট্টগ্রামের ১.৫৪ শতাংশ এবং খুলনা ও বরিশাল বিভাগে এক শতাংশেরও কম। জঙ্গিদের মধ্যে বরিশালের মাত্র ০.৭ শতাংশ।

এদিকে, গ্রেফতারকৃত জঙ্গিদের মধ্যে সর্বোচ্চ ৫৮ ভাগই নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য। ওই ১ হাজার ২১৭ জঙ্গির মধ্যে ৭১০ জনই জেএমবির। এ ছাড়া হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) ৪৫, আনসার আল ইসলামের ৯, আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ৯৪, আল্লার দলের ৯৩, নব্য জেএমবির ১২৫, হিযবুত তাহ্‌রীরের ৯০ এবং অন্যান্য সংগঠনের ৫১ সদস্য রয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..