রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: ২রা আগস্ট ২০১৮ ইংরেজি তারিখে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে কৃত কটুক্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে সিলেটের (তথ্য প্রযুক্তি ICT) সাইবার ট্রাইবুনালের বিচারক আবুল কাশেম, কমলগঞ্জের ছয়কুট নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক Asis bijoy deb তাপস কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মুজিবুল হক জাভেদ এবং বিবাদীর পক্ষে আইনী লড়াই করেন এডভোকেট বিপ্লব কান্তি দেব মাধব।